মিসেস রেহনুমা আজ ভীষণ ব্যস্ত। রান্নাঘরে সেই যে সকাল থেকে কাজ শুরু করেছেন, এখন পর্যন্ত আর দম ফেলার সুযোগ হয় নি। বড় মেয়ে আফিয়াকে দেখতে আসবে আজ ছেলেপক্ষ। এই ভীষণ ব্যস্ততার সেটাই আসল কারণ। এমনিতেই রেহনুমা বেগম রান্নার ব্যপারে দারুণ খুঁতখুঁতে। প্রতিটা জিনিস টিপটপ না হলে তার চলে না। আর আজ তো বিশেষ কুটুম্বরা আসছেন। […]
