মিতুর মন ভীষণ খারাপ। রান্নাঘরে রান্না করছে আর চোখ টা ছলছল করছে বেচারির। আজও তরকারি টা কটকটে হলদে হয়ে গেল। না চেখেই বুঝতে পারছে, মরিচের গুড়ার মাপও ঠিক হয়নি, নিশ্চিত কোন গড়বড় হয়েছে। মিতুর বিয়ে হল এক বছর হল প্রায়। শ্বশুরবাড়িতে রান্নাবান্না শুরু করেছে বেশি দিন হয় নি। এইতো সেদিন শাশুড়ি মায়া ভরে বুঝিয়ে দিলেন […]
